Currency বা মুদ্রা নির্বাচন

Currency বা মুদ্রা নির্বাচন 
Currency বা মুদ্রা নির্বাচন : যেহেতু ফরেক্স মার্কেটে ক্রয়/বিক্রয় করা হয় জোড়া মুদ্রায়। যেমন আমরা যখন যেকোন কারেন্সি পেয়ারে ট্রেড করতে যাবো তখন কারেন্সিগুলো জোড়ায় জোড়ায় দেখাবে। সেখান থেকে আমাদের মুদ্রা নির্বাচন করে টেড করতে হবে।
কারেন্সি পেয়ার বলতে কি ?
ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি পেয়ার বাই/সেল করতে পারিযখন কোন কারেন্সি পেয়ার ট্রেড করার জন্য যাই তখন দেখতে পাবো --
Image result for কারেন্সি পেয়ার

উপরের চিত্রে প্রথম কলাম হলো পেয়ার কারেন্সি। জোড়া কারেন্সির প্রথম যে কারেন্সি তাকে বলা হয় বেস কারেন্সি আর দ্বিতীয় কারেন্সিকে বলা হয় কাউন্টার কারেন্সি এখানে প্রথমে দেখা যাচ্ছে EUR, এটি হচ্ছে বেস কারেন্সিEUR এর বিপরীতে দেখা যাচ্ছে USD, এবং USD ই হচ্ছে কাউন্টার কারেন্সি
ফরেক্সে -এ সবচেয়ে বেশি ট্রেড হয় EUR/USD, মুদ্রায়, তবে বেশিরভাগ জোড়া মুদ্রায় USD রয়েছে। যেমন GBP/USD, AUD/USD, NZD/USD, USD/CHF, USD/JPY, USD/CAD|  ফরেক্স মার্কেটে বেশিভাগ ট্রেডারগন উল্লেখিত পেয়ার গুলোর মাধ্যমে ট্রেড করে থাকে, কারণ এই সব কারেন্সি পেয়ারের দাম সবসময় অস্থিতিশীল থাকে এবং খুব বেশি উঠানামা করে। যার কারনে এই সকল কারেন্সি পেয়ার ট্রেডিং এ অনেক সুবিধা যেমন থাকে তেমনি ঝুঁকিও থাকে। Majors কারেন্সি পেয়ার ছাড়াও আপনি অনেক কারেন্সি পেয়ারে ট্রেড করতে পারেন। যা Crosses পেয়ার নামে পরিচিত। তবে হ্যা বুঝে শুনেদ ট্রেড করলে লসের সম্ভাবনা কম। ট্রেড করা শুরু করলে বাকী পেয়ারগুলো যেমন Crosses পেয়ার  Exotics পেয়ার এর মতো অনেক পেয়ার এর সাথে পরিচিত হওয়া যাবে।
আজকে এই পর্যন্ত। পরবর্তী টিপস ফরেক্স মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

পরবর্তী বিষয় : লট,পিপস,মারজিন,লেবারেজ, কারেন্সি পেয়ার, বায়-সেল কি?

Post a Comment

0 Comments