রামগড়ের সৌন্দর্য

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অপরূপ স্থান। রামগড় উপজেলার উত্তরে মাটিরাঙ্গা উপজেলা ও গুইমারা উপজেলা, পূর্বে গুইমারা উপজেলা, দক্ষিণে মানিকছড়ি উপজেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা এবং উত্তর-পশ্চিমে ভারতের ত্রিপুরা রাজ্য। চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল হতে অনেক ভ্রমণ পিপাসুরা এই পাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন আসছে। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে দিয়েছে রামগড়কে। এই রামগড়ে আছে দুর্গম পাহাড়, অরণ্য, সারি সারি সাজানো চা বাগান, ঝর্ণাধারা রামগড় ঢুকতেই চোখে পড়বে বিশাল চা বাগানের দৃশ্য, যেখানে যে কারও নামতে ইচ্ছে হবে।
মুক্তিযুদ্ধকালীন সময়ে রামগড়ের ভূমিকা: মুক্তিযুদ্ধ চলকালীন সময়ে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠটি ছিল মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির। মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতের সীমান্ত সংলগ্ন ফেনী নদীর তীরে অবস্থিত তৎকালীন মহকুমা শহর রামগড় ছিল চট্রগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের প্রাণকেন্দ্র।

আকর্ষনীয় স্থান : পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড়ে দৃষ্টিনন্দন রামগড় লেক। লেকের চতুর্পাশে রয়েছে রাস্তা। লেকের মধ্যখানে রয়েছে দৃষ্টিনন্দন একটি ঝুলন্ত সেতু। লেকের দুই তীরে রয়েছে দর্শকদের বিশ্রামের জন্য ১২টি শেড। ঝুলন্ত সেতুটি। জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়। পাশে রয়েছে একটি দ্বিতল রেস্টহাউজ। সীমান্তবর্তী ফেনী নদীর কিনারায় ১৯২০ সালের প্রাচীন মহকুমা শহরের এসডিওর পুরানো ডাক বাংলো। আরো রয়েছে পোড়ামাটির টেরাকোটায় বিজিবি বাহিনীর বিভিন্ন বিবর্তনের বিভিন্ন কাঠামো, যা আজীবন রামগড়ের ইতিহাসকে স্মৃতিময় ও সমৃদ্ধ করে রাখবে। এই স্মৃতিস্তম্ভটি ২০০৫ সালের ৬ জুন স্থাপন করা হয়। পর্যটকদের আরো মুগ্ধ করবে সীমান্তবর্তী ফেনী নদীসহ অসংখ্য স্বচ্ছ মিষ্টি পানির প্রবহমান খাল-বিল, পাহাড়ী আদি বাসীদের জুম ক্ষেত। এখানে রয়েছে উপজাতীয়-অউপজাতীয় বৈচিত্রময় জীবনধারা। তাদের সংস্কৃতি, নাগরিক জীবন যে কোন মানুষের আনন্দকে করবে পরিপূর্ণ। চা বাগানের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রকৃতির হাতে গড়া মনোমুগ্ধকর বিশাল প্রাকৃতিক লেক। শীতকালে এই লেকে হাজার হাজার অতিথি পাখির মিলন মেলা হয়। হাজার পাখির কলকাকলিতে মন ভরে উঠবে ভ্রমনকারীদের। শহুরে কিংবা নাগরিক জীবনের বিলুপ্ত আনন্দকে চাঙ্গা করতে চাইলে উপভোগ করতে হবে কলসীর আকৃতিতে এঁকেবেঁকে যাওয়া সীমান্তবর্তীর মাঝে দ্বীপভূমি সদৃশ্য পাহাড়ি গ্রামটি। যার তিন দিক জুড়েই ভারত সেখানে হাজার ফুট উঁচুতে অবস্থিত বিজিবি ক্যাম্প থেকে চমৎকার রূপ ধারণ করে।
0 Comments