স্পেড, স্টক লস এবং টেক প্রফিট

স্পেড, স্টক লস এবং টেক প্রফিট
স্প্রেডঃ
আমরা যদি একটি ট্রেড ওপেন করি তাহলে দেখতে পাবো  ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়েছে। এটাকেই স্প্রেড বলে। আমরা যে ফরেক্স ব্রোকারের মাধ্যমে টেড ওপেন করিনা কেন কমিশনটা তারা কেটে নেবেই। তাই ট্রেড ওপেন করার পর দেখা কিছুটা (-) এ আছে।
বিভিন্ন পেয়ার ও বিভিন্ন ব্রোকার ভেদেও স্প্রেড কম বেশি হতে পারে। যেমন InstaforexEURUSD এর স্প্রেড ৩ পিপস। কিন্তু Fxoptimax এ EUR/USD এর স্প্রেড ২ পিপস। কিছু কিছু পেয়ার এ স্প্রেড ৩০ পিপস পর্যন্ত বা তার বেশী হতে পারে।
ধরুন ১.৭০০৩ এ EUR/USD বাই দিলেন তখন দেখতে পাবেন  তা ১.৭০০৭ এ ওপেন হবে অর্থাৎ ৩ পিপস ফি প্রযোজ্য হয়েছে। আপনি যদি $১ পিপস ভ্যালু দিয়ে ট্রেড ওপেন করে থাকেন তবে ট্রেডটি $৩ লসে ওপেন হবে।
স্টপ লস/ Stop loss এবং টেক প্রফিট/ Take profit :
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আমরা আমাদের ওপেনকৃত টেডটি  লসে থাকলে বা কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করে দিতে পারি। নির্ধারিত স্থানে গেলে যা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
টেক প্রফিট (take profit): টেক প্রফিটের মাধ্যমেও আমরা আমাদের ওপেনকৃত টেডটি লাভে থাকলে বা কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা নির্ধারণ করে দিতে পারি। নির্ধারিত স্থানে গেলে যা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

উদাহরনস্বরুপ - মনে করি আমরা ১.৬৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আমরা বিশ্লেষন করে মনে করছি যে,  ৫০ পিপস লাভ করবো এবং ৪০ পিপসের বেশি লস দেবো না।  তাহলে আমাদের ৫০ পিপস টেক প্রফিট এবং ০ পিপস স্টপ লট সেট করে রাখতে পারি। যাতে টার্গেটে পৌছার সাথে সাথে আমাদের কম্পিউটার বন্ধ থাকলেও বা কোন কারনে অনাকাঙ্খিত  প্রাইস বেড়ে বা কমে গেলে, স্টপ লস বা টেক প্রফিটের প্রাইসে অটোমেটিক ভাবে আমাদের ট্রেড ক্লোজ হয়ে যাবে।

Post a Comment

0 Comments