লট/ভলিউম কি

লট/ভলিউম কি
ভূমিককা: ফরেক্স মার্কেটে প্রতি পিপস মুভমেন্টে মানে লাভ বা ক্ষতি । অর্থাৎ প্রাইস ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ আবার উল্টো হলে লস হবে। এই লাভ-লোকসানের পরিমান নির্ধারন হয় লট/ভলিউমের মাধ্যমে তাছাড়া লট/ভলিউমের মাধ্যমে নির্ধারণ করে দেয়া যায় যে, প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হবে।

তাহলে আমাদের জানতে হবে লট/ভলিউম কি ?
লট হচ্ছে ট্রেড সাইজ। অর্থাৎ আমরা কত ডলারের ট্রেড ওপেন করবো আবার লটের বিভিন্ন সাইজ থাকে। যেমন-
Nano লট - এ    -           1 Lot =100     Unit
Micro লট-এ    -           1 Lot =1,000 Unit
Mini লট-এ       -           1 Lot =10,000 Unit
Standard লট-এ-          1 Lot =1,00,000 Unit
সবগুলো লটের বর্ণনা না দিয়ে কয়েকটি লট নিয়ে আলোচনা করছি।  ১ মাইক্রো লট মানে হচ্ছে $0.01 এর একটি ট্রেড Open করা খোলা, ১ মিনি লট মানে হচ্ছে $0.10 এরএকটি ট্রেড Open করা, আর ১ স্ট্যান্ডার্ড লট এর মানে হচ্ছে $1 একটি ট্রেড Open করা

আমরা টেড করার সময় কোন লট বা ভলিউমে টেড করবো এবং কেন করবো ?

১টি লটের স্ট্যান্ডার্ড সাইজ হল ১০০,০০০ ইউনিট। এই ১ স্ট্যান্ডার্ড লট বা ১০০,০০০ ইউনিটের একটি ট্রেড ওপেন করলে প্রতি পিপস পরিবর্তনের জন্য ১০ ডলার করে পরিবর্তন হয়। এই ১০ ডলার কিন্তু অনেক বড় বিষয়, তাই এত রিক্স নেয়া যাবেনা। তাছাড়া এতো বড় লট বা ভলিউমে ট্রেড করা সব ট্রেডারদের পক্ষে সম্ভব হয় না। তাই ফরেক্স ব্রোকাররা ট্রেডারদের সুবিধার্থে স্ট্যান্ডার্ড লটের পাশাপাশি ন্যানো, মাইক্রো, এবং মিনি লটের অ্যাকাউন্টে ট্রেড করার সুবিধা দিচ্ছেনতবে মিনি এবং ন্যানো লট সাইজের অ্যাকাউন্ট সব ব্রোকারই প্রদান করেনা। তাছাড়া এই দুইটি এত জনপ্রিয়ও নয়।   
            ছক আকারে স্ট্যান্ডার্ড এবং মাইক্রো অ্যাকাউন্টে বিভিন্ন লট অনুযায়ী পিপস ভ্যালু নিচে দেয়া হল।
স্ট্যান্ডার্ড এবং মাইক্রো অ্যাকাউন্টে পিপস ভ্যালু
লট সাইজ
স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে পিপস ভ্যালু
মাইক্রো অ্যাকাউন্টে পিপস ভ্যালু
১ লট
১০ ডলার/পিপস
০.১০ ডলার/পিপস
০.১ লট
১ ডলার/পিপস
০.০১ ডলার/পিপস
০.০১ লট
০.১০ ডলার/পিপস
০.০০১ ডলার/পিপস
১০ লট
১০০ ডলার/পিপস
১ ডলার/পিপস

লট/ভলিউম সম্পর্কে আমরা আশা বুঝতে পেরেছি। তাহলে এবার সিদ্ধান্ত নেয়ার পালা আমরা কোন লট/ভলিউমে টেড ওপেন করবো।

অধিকাংশ ব্রোকার আপনাকে সর্বনিম্ন ০.০১ লটে ট্রেড করতে দিবে। অর্থাৎ, স্ট্যান্ডার্ড লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ১০ সেন্ট। আর মাইক্রো লট ব্রোকারে আপনি সর্বনিম্ন পিপ ভ্যালু নিতে পারবেন ০.০০১ সেন্ট, যা কিনা ১ সেন্ট এর ১০০ ভাগের ১ ভাগ। সুতরাং আপনার ক্যাপিটাল যদি কম হয়ে থাকে, তাহলে আপনি মাইক্রো লট অ্যাকাউন্টে কম রিস্ক নিয়ে ট্রেড করতে পারবেন। আর ক্যাপিটাল বেশি হলে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করাই সুবিধাজনক। আপনি যদি সাধারনত ১০ সেন্ট প্রতি পিপস ভ্যালু এর নিচে ট্রেড না করেন তবে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন।
শুধু যে আপনি ১ লট, ০.১ লট অথবা ০.০১ লটে ট্রেড করতে পারবেন তাই নয়, আপনি চাইলে ২.৫ লট, ১.৩ লট এরকম কাস্টম লটেও ট্রেড করতে পারেন, এবং তা সব ধরনের লট সাইজের অ্যাকাউন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। বেশিরভাগ ব্রোকার একটি ট্রেডে সর্বোচ্চ ১০০ লট পর্যন্ত সাইজের ট্রেড করতে দেয়।

আরো বিস্তারিত জানতে হলে বেবীপিপস দেখুন। http://bdpips.school/

Post a Comment

0 Comments