ফরেক্স - শুরুতে যা যা জানতে হবে (১)

ফরেক্স - শুরুতে যা যা জানতে হবে (১)


প্রথমেই বলে রাখি ফরেক্স একটি বিশাল মার্কেট। এখানে আন্দাজে ঢিল ছোড়া যাবেনা। আপনাকে প্রচুর পড়াশুনা করতে হবে। এবং প্রচুর প্র্যাক্টিস করতে হবে। বেসিক টিপসগুলো নিয়ে প্রচুর এনালাইসিস করতে হবে। শুধু তাই নয় অভিজ্ঞ বিষয়গুলো নিজের দখলে আনতে হবে। কারো চমৎকার বিজ্ঞাপনে টেড করবেন না। আগে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে হবে। মনে রাখতে ফরক্সে শুধু লাভের আশায় টেড করলে ভূল করবেন। লসের জন্যও প্রস্তুত থাকতে হবে। তবে নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে প্রস্তুত করলে লসের ঝুকি কম এবং প্রচুর লাভ করা যায়। আরো একটি বিষয় মনে রাখতে হবে এই ব্যবসায় লোভ করা যাবেনা। বেশি লোভ করলে লস আর ধৈর্যসহকারে ছোট ছোট লাভগুলো নিয়ে সন্তুষ্ট থাকলে প্রচুর লাভ করা যাবে এবং আপনি মার্কেটে টিকে থাকবেন নিশ্চিত বলতে পারি। তাই আমি ফরেক্স মার্কেট সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা ও মৌলিক ধারনাগুলো ধারাবাহিকভাবে সবার জন্য শেয়ার করবো। আশাকরি এতে ফরেক্স বিষয়ে যারা আগ্রহী তারা নিশ্চয় উপকৃত হবেন।

ফরেক্স কি ?
ফরেক্স (Forex) হচ্ছে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় Foreign Exchange ফরেক্স একটা বিশাল মার্কেটএখানে মুষ্টিমেয় কিছু দেশ ছাড়া বিভিন্ন দেশের মুদ্রা (Currency) বেচা-কেনা করা যায়। 
যেমন, সিঙ্গাপুর এর  এর কারেন্সি হছে SGD ফরেক্স মার্কেটে SGD এর এর বিনিময়ে  ইউরো বা EUR এর কারেন্সি ক্রয়-বিক্রয় করতে পারবেন এভাবে ফরেক্সের মাধ্যমে বিভিন্ন দেশের কারেন্সি ক্রয়-বিক্রয় করে লাভ-লোকসানের ভাগিদার হওয়া যায়। লোকসানের কথা বলার অর্থ হচ্ছে না বুঝে বেচা-কেনার মাধ্যমে লাভও হতে পারে লোকসানও হতে পারে।

ফরেক্স মার্কেট থেকে কিভাবে আয় করা যায় ?
আমরা জানি শেয়ার মার্কেটে শুধু দাম বাড়লেই শুধু লাভ করা যায় কিন্তু ফরেক্স মার্কেটে মুদ্রার দাম বাড়া-কমার মধ্যে উভয় দিকে লাভ করা যায়। তাই ফরেক্স মার্কেট দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে।
প্রতিনিয়ত বিভিন্ন দেশের মুদ্রার দাম পরিবর্তন হয়। যেমন প্রতিদিন টাকার বিপরীতে ডলার বা ডলারের বিপরীতে টাকার দাম বাড়ে বা কমে। ঠিক তেমনিভাবে বিশ্বের সব দেশেই তাদের স্ব-স্ব মুদ্রার বিপরীতে এই দর উঠা-নামা করে। সুতরাং এই উঠা-নামার কার্যক্রমকে কাজে লাগিয়ে আয় করা যায়। উদাহরন স্বরূপ বলা যায়- আপনার কাছে ১০০ ডলার আছে। দেখা যাচ্ছে ইউরোর দাম কমে গেছে যা বিক্রয় করে আপনি ৮০ ইউরো ক্রয় করলেনপরে দেখা গেল ইউরোর দাম বেড়ে গেছে, অত:পর তা বিক্রয় করে ১২০ ডলার পেলেন। এভাবে মুদ্রার দামের উঠা-নামার গতিকে কাজে লাগিয়ে আয় করা যায়।

ফরেক্স ট্রেড  করার সুবিধা
অতীতে ফরেক্স মার্কেট বিশাল ধনী ও ব্যাংকগুলোই টেড করতো। কিন্তু ইদানিং বিভিন্ন ফরেক্স ব্রোকারের আবির্ভাবের কারনে বিশ্বের সবাই বিভিন্ন দেশে বসে ফরেক্স মার্কেটে ট্রেড করার সুযোগ পাচ্ছে।
প্রায় সব ব্রোকারই ফ্রী ডেমো ট্রেড করার সুবিধা দিচ্ছে, অর্থাৎ ভার্চুয়াল মানি দিয়ে বিনা খরচে ডেমো একাউন্ট তৈরী করে ডেমো ট্রেড করে নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে তৈরী করা যায়।

ফরেক্স মার্কেট এর পরিধি বিশাল। এটি  কারো দ্বারা বা কোন দেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় না বিভিন্ন দেশের মুদ্রার দাম কোন দেশের সরকার নির্ধারন করেনা। এটি দেশের অর্থনীতি ও বিভিন্ন ঘটনাবলির কারনে স্বয়ংক্রিয় পরিবর্তন হয়।

 ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য লিভারেজ বা লোন সুবিধা পাওয়া যায়, আর তাই বুঝে শুনে ট্রেড করলে ভাল প্রফিট করতে পারবেন।
বর্তমানে খুবই জনপ্রিয় হচ্ছে স্ক্যালিপং ফরেক্স। যেমন ছাত্র, চাকুরীজীবি কিংবা ব্যবসায়ীরা সুবিধাজনক সময়ে স্বল্প সময়ের জন্য ট্রেড অপেন করে অল্প প্রফিট পেলে ট্রেড থেকে বের হয়ে যেতে পারেন।
৬। ভাল টেডারেদর জন্য রয়েছে বাড়তি সুবিধা। যেমন ভাল টেডারদের দ্বারা অন্য কেউ অনুপ্রানিত হয়ে টেড করলে তাদের কাছ থেকে লাভের একটি অংশ পাওয়া যায়।
বি: দ্র: স্টক মার্কেট এর মতো ফরেক্স মার্কেটে ব্যবসায়িক মন্দা বলতে কিছু নেই। এখানে বিক্রি বা ক্রয় করে উভয় দিকে লাভ করা যায়।
ফরেক্স ট্রেডিংয়ের জন্য যা যা লাগবে--
সবকিছুরই ভালো-মন্দ দুটি দিক রয়েছে। তেমনি ফরেক্সে ব্যবসায়ের সুবিধার পাশে কিছু সমস্যার মধ্যে রয়েছে :
০১. সর্বপ্রথম আপনার একটি কম্পিউটার লাগবে, ল্যাপটপ হলে ভাল হয়।
০২.প্রফেশনাল ট্রেডারদের সাহায্য ও পরামর্শ লাগে সবসময়;
০৩. নিয়মিত মার্কেট মনিটরিং করতে হয়;
০৪. বেশ ভালো স্টাডি ও অ্যানালাইসিস করতে হয়;
০৫. ২৪ ঘণ্টা খোলা থাকে, তাই অনেক ট্রেডার সমস্যায় পড়েন;
০৬. ইন্টারনেটে অনেক ধোঁকাবাজ ব্রোকার রয়েছে যারা ডিপোজিট করা টাকা মেরে দেবে;
০৭. সবসময় সতর্ক থাকতে হয় কোনো ট্রেড করার পর
০৮. প্রচুর শ্রম দিতে হবে ও অভিজ্ঞ হতে হবে।
বিশেষভাবে উল্লেখ্য, একজন দক্ষ ও সফল ট্রেডার হতে হলে ফরেক্স মার্কেট সম্পর্কে প্রচুর পড়াশোনা করতে হবে, নিজেকে এই মার্কেটের যোগ্য করে তুলতে হবে। না জেনে হয়ত প্রাথমিকভাবে সফল হওয়া যাবে যেটা স্টক মার্কেটও অনেকেও অনেকে হয়। তবে দীর্ঘসময়ের জন্য টিকে থাকতে হলে, এক্সপার্ট হওয়া ছাড়া কোন বিকল্প নেই।

Post a Comment

0 Comments