ফ্রি ল্যান্সিং ও ফ্রি ল্যান্সার বিষয়ে নতুনদের জন্য


ফ্রি ল্যান্সিং ও ফ্রি ল্যান্সার বিষয়ে নতুনদের জন্য

আমাদের বাংলাদেশে এখন অনলাইনে ইনকামের জোয়ার শুরু হয়ে গেছে। চোখ জুড়ানো বিজ্ঞাপন দেখে মনে হবে অনলাইনে ঢু মারলেই টাকা আর টাকা। বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় মাসে ১০/২০ হাজার টাকা, দিনে ৪/৫ শত টাকা ইনকাম করুন ঘরে বসে। বিজ্ঞাপনের বাহার দেখে মনে হয় টাকা বাতাসে উড়ছে, হাত বাড়ালেই পাওয়া যাবে। আমি নিজে কোন ফ্রি-ল্যান্সার না। কিন্ত অনেক সফল ফ্রি-ল্যান্সার এর সাথে আমার পরিচয়। তাদের সাথে এমনই ওতপ্রোতভাবে জড়িত যে, তাদের হাড়ির খবর পর্যন্ত আমি জানি। তারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে সফল হয়েছেন। আবার অনেকে সফলতার মুখ দেখেননি। তাদের প্রথম আলাপেই বুঝতে পেরেছি অনলাইন ইকতাম অত সহজ না, যত সহজ বিজ্ঞাপনে দেখা যায়।

আমার মতো নতুনদের জন্য সতর্কবাণী:  যারা নতুন তারা সস্তা বিজ্ঞাপন ও প্রলোভনের ফাঁদে পা দেবেন না। সফল উদ্যোক্তাদের সাথে সম্পর্ক গড়ে তুলন যারা সাফল্য অর্জন করেছে। তাদের সাথে বন্ধুত্ব করুন, জেনে নিন তারা কিভাবে সফল হয়েছে। কোন অবস্থাতেই ক্লিক করলেই ডলার, লাইক দিলেই ডলার ইত্যাদি মুখরোচক বিজ্ঞাপন কিংবা কথায় বিশ্বাস করবেন না। আরও একটি বিষয়, কোন অবস্থাতেই ক্যাপচা (CAPTCHA) টাইপের মতো কাজে হাত দেবেন না। এতে সময় এবং সুযোগ দুটোই নষ্ট হবে। কারন ১০০০টি ক্যাপচা সমাধান করার জন্য স্প্যামারেরা ফ্রিল্যান্সার এর মতো সাইটের মাধ্যমে মাত্র ৮০ সেন্ট হতে ১ ডলার বা ৮০  টাকা হয়। বাংলাদেশের প্রচুর তরুণ এই কাজে দিনের পর দিন পরিশ্রম করে মাসে ৫/৬ শত টাকা ইনকাম করতে পারছেনা। অনেক সময় দেখা নেট বিল পর্যন্ত উঠছেনা। একাজের জন্য প্রলোভন দেখায়, মনে করবেন তারা এক ধরনের  দুষ্কৃতিকারী। এ  ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই ১০/১৫ দিনের বেশি কাজ করেনা আর এতে লাভ হয় ঐ দুষ্কৃতিকারীর। তাই ভূলেও ক্যাপসা টাইপ করার মতো কাজে হাত দেবেন না।

আরেকটি প্রতারনা হচ্চে ফেইসবুকে লাইকের ব্যবসা। সামান্য কিছু টাকার জন্য যে অঢেল সময় ক্লিক করে তরুণ ছাত্রদের সময় ও সুযোগ নষ্ট করছেযে সময় দিয়ে তারা লাইক কিংবা ক্যাপসার পেছনে খরচ করছে তা দিয়ে আসল আউটসোর্সিং এর কাজ যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ই- মার্কেটিং, ইউটিউব এসব শিখলে অনেক সাফল্য অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস।

ফ্রিল্যান্স্যার হওয়ার জন্য কি ধরনের প্রস্তুতি দরকার --
অনলাইন ফ্রিল্যান্সিং কাজে অভিজ্ঞ হতে হলে কম্পিউটারটি অবশ্যই লাগবে, সাথে গতি সম্পন্ন ইন্টারনেট কানেকশন। তবে তেমন কোন উচ্চতর ডিগ্রী লাগবেনা তবে ক্ষেত্র বিশেষে ইংরেজী ভাষা জানা জরুরী।
নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে একাজে প্রচুর ধৈর্য লাগবে। কাজ শুরু করার সময় ইনকামের আশা করতে পারবে না। নিজেকে দক্ষ হিসেবে গড়তে পারলেই টাকা আপনাকে ডাকবে।
অভিজ্ঞদের সহযোগীতা ছাড়া ভাল ফ্রিল্যান্সার হওয়া সম্ভব না। তাই অভিজ্ঞদের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। তাছাড়া আপনাকে আগে বিভিন্ন সফটওয়্যার, টুলস্ সম্পর্কে জানতে হবে ।
বিষয় নির্বাচন অন্যতম একটি সিদ্ধান্ত। কোন বিষয়ে আপনার আগ্রহ বেশি বা কিছুটা হলেও অভিজ্ঞতা রয়েছে কিংবা আপনার কোন বিষয়টা সহজ মনে হয় তাই নির্বাচন করুন। কেন নাম ঘন ঘন বিষয় পরিবর্তন করলে সময় নষ্ট ছাড়া কিছুই শিখতে পারবেন না। তাই আপনাকে যে কোন একটি বিষয়ে পারদর্শি হতে হবে।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাষাগত দক্ষতা। কেন না, অনলাইনের ভাষা হচ্ছে ইংরজী। তাই বিষয় নির্বাচন করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে।,যদি আপনি ইংরেজি বিষয়ে মোটামুটি দক্ষ হন তাহলে সেই রিলেটেড বিষয় নির্বাচন করুন এবং এব্যাপারে অভিজ্ঞদের সাথে শেয়ার করুন। আর যদি ইংরেজি বিষয়ে বেশি দক্ষতা না থাকে তাহলেও চিন্তিত হবার কারন নেই। অভিজ্ঞদের পরামর্শ নিন।
কাজ শুরুর আগে বেশ কয়েকটি বিষয় নির্বাচন করুন, যেমন- অনলাইন মার্কেটিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন আরো অনেক বিষয় আছে সেগুলো অনলাইনে চার্জ দিয়ে বার বার পড়ুন ইউটিউব দেখে বুঝার চেষ্টা করুন। যে বিষয়টা আপনার কাছে সহজ মনে হয় তা বার বার পড়ুন ও ভিডিও দেখুন সাথে নোট করুন। এবার চর্চা করতে থাকুন সফল ফ্রিল্যান্সারের সাথে সম্পর্ক গড়ে তুলুন। তারা আপনাকে সাহায্য করবে।
যদি আপনি নিজেকে দক্ষ ও কাজ উপযোগী মনে করে থাকেন তাহলে আপনি একটা প্রোফাইল তৈরী করুন। প্রোফাইলে আপনার অভিজ্ঞতা, কাজের নৈপুন্যতা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ব্লগ, এফবি তে শেয়ার করুন। এতে আপনার পরিচিতি বাড়বে।
শেষ কথা -
অভিজ্ঞ ফ্রিল্যান্সারদে অভিজ্ঞ থেকে জেনে নতুনদের উদ্দেশ্যে লেখা। সুতরাং যে বিষয়টি নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, সে বিষয়ে আপনাকে একজন দক্ষ বিশেষজ্ঞ হতে হবে। মনে রাখতে হবে আপনি একজন খেলোয়াড়। তাই এখানে আপনাকে দক্ষ খেলোয়াড় হতে হবে। মনে রাখতে হবে, অনলাইন জগত ইংরেজী ভাষার দখলে। তাই আপনাকে ক্লায়েন্টদের সাথে যোগাযোগের জন্যে ইংরেজি ভাষাটা রপ্ত করতে হবে। আপনাদের সহযোগিত পেলে আগামীতে বিভিন্ন অভিজ্ঞ ফ্রিল্যান্সারদে সাথে পরিচয় করিয়ে দেব এবং তাদের বিভিন্ন বিষয়ের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

আ.ন.ম বদরুল হুদা
বদরুল হুদা
ফ্রিল্যান্সার

Post a Comment

0 Comments