এস এস সি পরীক্ষা-২০১৯ সালের ফলাফল
২০১৯ সালের মাধ্যমিক এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৬ মে সারা দেশে একযোগে প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ঐদিন সকাল ১০ টায় শিক্ষা
মন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের
চেয়ারম্যানদের উপস্থিতিতে বঙ্গভবনে এস এস সি পরীক্ষা ২০১৯ এর ফলাফল এর অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করবেন এবং ফলাফলের
বিভিন্ন দিক তুলে ধরবেন । ফলাফল তুলে দেওয়ার পর দুপুর
সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত জানানো হবে। কোন বোর্ডে পাসের হার কত?
এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
বেলা দুইটার সময় ইন্টারনেটের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd থেকে অথবা https://eboardresults.com/app/ এসএসসি) ও
মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল পরীক্ষার ফলাফল পরীক্ষার ফলাফল দেখা যাবে। এছাড়া সকল শিক্ষা
বোর্ডের স্ব স্ব ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে। নিচের পদ্ধতি অনুসরণ করে রেজাল্ট
দেখতে পারবেন।
এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৯ যেভাবে দেখবেন
মোবাইল এসএমএস (SMS) এর মাধ্যমে এস এস সি ফলাফল ২০১৯ যেভাবে জানা যাবে
· SMS এর মাধ্যমে শিক্ষা বোর্ডের ফলাফল
পাওয়ার পদ্ধতিঃ
SSC<Space> আপনার বোর্ড এর নামের
প্রথম ৩ অক্ষর <Space> রোল নম্বর <Space> পাশের বছর ও
মেজেসটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
যেমন- SSC < স্পেস >CHI < স্পেস > 123456 < স্পেস > 2019
বিভিন্ন বোর্ড
এর সংক্ষিপ্ত নাম -
DHA = Dhaka Board | COM = Comilla Board
| RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI= Chittagong Board | BAR =
Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur Board | MAD = Madrassah
Board | TEC= Technical Board
নিম্নের লিংকে
0 Comments